সাংস্কৃতিক বিভাগ : আরাফাহ দিবস এবং ইমাম হুসাইন (আ.) এর দোয়ায়ে আরাফাহ পাঠের দিনে দাগেস্তানের আহলে বাইত (আ.) গবেষণা কেন্দ্রের পক্ষ হতে, ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় রুশ ভাষায় দোয়ায়ে আরাফাহ’র অনুবাদ প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানের কালাচারাল কাউন্সেল আবুজার ইব্রাহিমী তুরকামান রুশ ভাষায় দোয়া পড়ার শিষ্টাচার ও দোয়ায়ে আরাফাহ’র ইতিহাস ভিত্তিক বিষয়ের ওপর এর ভূমিকা লিখেছেন।
এ দোয়া অনুবাদ করেছেন রাশিয়ার প্রখ্যাত কোরআন বিশেষজ্ঞ ও পবিত্র কুরআনের প্রখ্যাত অনুবাদক উস্তাদ উসমানোভে’র ছাত্র ‘আযারাটসুন মাগুমডোভ’।
দোয়ায়ে আরাফাহ’র অনুবাদ প্রথমবারের মত রুশ ভাষায় ২০০০ কপি ছাপা হয়েছে।
দাগেস্তানের আহলে বাইত (আ.) গবেষণা কেন্দ্র মস্কোয় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় শিয়া সূত্রসমূহে বর্ণিত প্রসিদ্ধ দোয়াসমূহ –যেমন : দোয়ায়ে কুমাইল, জাওশান-এ কাবির, মুনাজাত-এ শা’বানিয়াহ ইত্যাদি- এদেশের মুসলমানদেরকে আহলে বাইত (আ.) এর শিক্ষা সম্পর্কে পরিচিত করে তুলতে অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।#1127984