IQNA

আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র হজ্ব বার্তা পাঁচ ভাষায় প্রকাশ

11:40 - November 02, 2012
সংবাদ: 2441769
সাহিত্য বিভাগ: ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র ১৪৩৩ হিজরির হজ্ব বার্তা ইথিওপিয়া’য় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে পাঁচ ভাষায় অনুবাদ এবং প্রকাশ করা হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইথিওপিয়া’য় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে জিল-হজ্ব মাস উপলক্ষে বিশেষ ম্যাগাজিনে ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র ১৪৩৩ হিজরির হজ্ব বার্তাটি ইংরেজি উর্দু, আরবি, ফার্সি এবং আমহারিক ভাষায় প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইথিওপিয়া’য় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার উক্ত ম্যাগাজিন ‘ইরান পরিচিতি’ এবং ‘ফার্সি ভাষা কোর্স’ ছাত্রদের উপহার দিয়েছেন।
1129802
captcha