IQNA

পাকিস্তানে ঈদে গাদির উপলক্ষে উৎসব অনুষ্ঠান

21:10 - November 02, 2012
সংবাদ: 2441880
সামাজিক বিভাগ: পাকিস্তানের সিন্ধু প্রদেশের ‘উজ্জ্বল লোকমান’ আঞ্জুমানের পক্ষ থেকে ৩য় নভেম্বরে বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। অত:পর এদেশের বিশিষ্ট শিক্ষক ‘জাফার ইয়াসিন’ হাদিসে কিসা পাঠ করবেন।
এছাড়াও এই উৎসব অনুষ্ঠানে এদেশের বিশিষ্ট কবি মহোদয় -গোলাম আলী, শেখ জাভী, রাজীন পারামী, সাইয়্যেদ জুহার শাহ রাজাভি, আসিফ সুমারু, সাইয়্যেদ দিদার হোসাইন, আসিফ আলী আহলে বায়েত (আ.) এর শানে কবিতা পেশ করবেন।
1128416
captcha