IQNA

পবিত্র ঈদে গাদীরের শুভেচ্ছা

11:56 - November 04, 2012
সংবাদ: 2442376
সাংস্কৃতিক বিভাগ : মুসলমানদের অন্যতম খুশির দিন আজ। এ দিনে হযরত মুহাম্মাদ (স.) স্বীয় প্রতিনিধি ও স্থলাভিষিক্তকে মুসলমানদের উদ্দেশ্যে পরিচয়ের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আজ ১৮ই জিলহজ্ব; ১০ম হিজরীর এ দিনে মহানবী (স.) এ দিনে বিদায় হজ্ব হতে প্রত্যাবর্তনের সময় মক্কা ও মদিনার মধ্যবর্তী গাদীরে খুম নামক একটি স্থানে মহান আল্লাহর নির্দেশে হযরত আলী (আ.) কে স্বীয় খলিফা ও মুসলমানদের নেতা হিসেবে নির্বাচন করেন।
পবিত্র এ দিবস উপলক্ষে বিশ্বের মুসলমানদের প্রতি বার্তা সংস্থা ইকনার পক্ষ হতে রইলো শুভেচ্ছা ও মোবারকবাদ।#
captcha