আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অন্তর্জাতিক সম্মেলন ইসলামি নিয়মে সুস্থ সমাজ গঠন এবং এব্যাপারে পর্যবেক্ষণের আলোকে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী এবং ওলামা মণ্ডলী উপস্থিত থাকবেন। ৬ষ্ঠ ডিসেম্বর থেকে ৮ম ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন অব্যাহত থাকবে।
বর্তমান সমাজে তরুণদের পরিচালনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সম্মেলন তরুণদের বিষয়ে বিশেষ আলোচনা করা হবে।
এই সম্মেলন সম্পর্কে অধিক তথ্য এবং অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মহোদয় ‘convention@isna.net’ ওয়েবসাইটে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
1131861