বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ সকালে হযরত মুহাম্মাদ (স.) এর উপর নির্মিত চলচ্চিত্রের শুটিং স্পট পরিদর্শন করেছেন। বর্তমানে ইরানে শুটিংয়ের প্রায় শেষের পর্যায়ে রয়েছে, এরপর শুটিংয়ের জন্য শুটিং দল ভারত সফর করবে।
চলচ্চিত্রটি জাহিলিয়্যাতের যুগ হতে শুরু হয়ে হযরত মুহাম্মাদ (স.) এর ১২ বছর বয়সে স্বীয় চাচা হযরত আবু তালিবের সাথে সিরিয়ার পথে বহিরার সাথে সাক্ষাতের ঘটনার মাধ্যমে শেষ হয়েছে। খ্রিস্টান ধর্মযাজক বহিরা হযরত আবু তালিবকে তার কিশোর ভাতিজার বিষয়ে সুসংবাদ প্রদান করেন।
এতে হযরত আবু তালিবের ভূমিকায় মাহদী পাকদেল, হযরত আব্দুল মুত্তালিবের চরিত্রে আলী রেজা শুজা নূরী, স্যামুয়েলের চরিত্রে মুহসিন তানাবান্দে, আবু সুফিয়ানের চরিত্রে দারইউশ ফারহাঙ্গ, হযরত আমিনা (সা. আ.) এর চরিত্রে মিনা সাদাতী, হযরত হালিমার চরিত্রে সারা বায়াত, হযরত ফাতেমা বিনতে আসাদের চরিত্রে মাহদী নিয়া অভিনয় করেছেন।#1133450