IQNA

পাকিস্তানে শীর্ষ সম্মেলন ‘কোরআনের মহিমা’ অনুষ্ঠিত

21:58 - November 09, 2012
সংবাদ: 2445116
চিন্তা বিভাগ: পাকিস্তানের পাঞ্জাবে ‘খাদিজা আঁকবার’ মসজিদে পবিত্র কোরআনের ব্যাখ্যার আলোকে ‘কোরআনের মহিমা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ সম্মেলন ৮ম নভেম্বরে শুরু হয়েছে। পাকিস্তানের বিশিষ্ট খতিব আল্লামা আবরার হোসাইন তার নিজের বক্তৃতায় বলেছেন, ইসলাম এবং হযরত মোহাম্মাদ (সা.)এর দ্বীন রক্ষার্থে মুসলমানেরা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
আল্লামা আবরার হোসাইন আরও বলেছেন, বিশ্বের সকল মুসলমানেরা যদি নবী করিম (সা.)এর পথদর্শন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালন করে তাহলে পৃথিবীর কেউই ইসলাম এবং হযরত মোহাম্মাদকে (সা.) অবমাননা করতে পারত না।
মুসলমানদের সচেতন হওয়া দরকার। আর ইসলাম এবং হযরত মোহাম্মাদকে (সা.) অবমাননা করার সঠিক জবাব শুধুমাত্র মুসলমানদের মধ্যে ঐক্য মাধ্যমে দেওয়া সম্ভব।
1133839
captcha