IQNA

নাজাফে অনুষ্ঠিত আল-গাদির উত্সবে প্রথম স্থান লাভ করেছে ‘সামাররার গল্প’ এ্যানিমেশন

21:24 - November 12, 2012
সংবাদ: 2447162
সাংস্কৃতিক বিভাগ : ইরানের এ্যানিমেশন প্রস্তুতকারী কোম্পানী ‘সাবা’ কর্তৃক প্রস্তুতকৃত ‘সামাররার গল্প’ শীর্ষক এ্যানিমেশন নাজাফে অনুষ্ঠিত আল-গাদীর উত্সবে প্রথম স্থান অধিকার করেছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘সামাররা’র গল্প’ এ্যানিমেশনটি জনাব হুসাইন সুলতানী’র পরিচালনায় এ্যানিমেশন প্রস্তুতকারী কোম্পানী ‘সাবা’য় প্রস্তুত করা হয়েছে।
থ্রি ডাইমেনশনের এ এ্যানিমেশনটি ৭৫ মিনিটের। এ্যানিমেশনটিতে বিশ্বের দৃষ্টিকোণ হতে সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতীর জন্য নানান ধরণের সমস্যার জন্ম দিয়েছে।#1134960
captcha