কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি আজ (শুক্রবার) তেহরানের জুমা নামাজের খোতবায় এ সব মন্তব্য করেন। ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের সাহসী প্রতিরোধ অব্যাহত থাকলে ফিলিস্তিনি জাতি ও বিশ্বের সব মুক্তিকামী শিগগিরই বিজয় অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসরাইলি আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থনের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আমেরিকার জানা উচিত, ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কখনও পরাজিত করতে পারবে না এবং এ বিষয়টি চার বছর আগে ২২ দিনের যুদ্ধেও প্রমাণিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়ে ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে’ বলে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা খবিস মার্কিন প্রেসিডেন্টের অপব্যাখ্যা এবং এ কারণেই ইরানের জনগণ ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দেয়াকে ইবাদত বলে মনে করে।
আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “এ নির্বাচনের প্রচারণায় শত শত কোটি ডলার অর্থ ব্যয় প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ নয়, বরং অর্থতান্ত্রিক দেশ যেখানে অর্থ বা ধন-সম্পদই সব কিছু নির্ধারণ করে এবং দুই প্রধান মার্কিন দল ইহুদিবাদী ও সম্পদশালী বিশেষ গোষ্ঠীগুলোর নাচের পুতুল মাত্র।”
তিনি আমেরিকায় গণতন্ত্রহীনতার নমুনা তুলে ধরতে গিয়ে আরো বলেছেন, মাত্র দু’টি দলের দুই প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সীমিত থাকে এবং এবার শতকরা ৫০ ভাগেরও কম ভোটার ভোটে অংশ নিয়েছে এবং নয় কোটি ভোটার ভোটে অংশ নেয়নি, অথচ মার্কিন ও ইউরোপীয় সরকারগুলো ‘বহু কণ্ঠের সমাজ’ গড়ার বুলি আওড়িয়ে থাকেন। জনাব খাতামি বলেন, আমেরিকায় মাত্র দু’টি রাজনৈতিক দলকে সব সুযোগ সুবিধা দেয়া হয়-আর এটা আসলে দলীয় একনায়কতন্ত্র মাত্র।
মাত্র দু’টি রাজনৈতিক দলকেন্দ্রীক যুক্তরাষ্ট্রের কোনো একটি দলকে ভোট দিলেই বিশেষ বা বড় রকমের পরিবর্তন আসবে এমন চিন্তা করাকে সরলতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদ-ঘেঁষা মার্কিন নীতিতে কখনও পরিবর্তন ঘটবে না এবং মার্কিন সরকারের ব্যাপারে ইরানের আগের নীতিই বহাল থাকবে। ইরানি জাতি বলদর্পীদের চাপের মুখে তাদের কোনো অধিকারেই বিন্দুমাত্র ছাড়ও দেবে না বলে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি সাফ জানিয়ে দিয়েছেন। সূত্র: রেডিও তেহরান