ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘মোহেম্মাতে জর্জিয়া’ নামক মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।
তুরস্কের ইরজারুম শহরে উক্ত শোকানুষ্ঠান ১৫ই নভেম্বরে শুরু হয়েছে এবং ২৫শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, উক্ত শোকানুষ্ঠান প্রতিরাত্রে স্থানীয় সময় ৭:৩০ মিনিটে ‘মোহেম্মাদে জর্জিয়া’ নামক মসজিদে অনুষ্ঠিত হবে।
1138546