IQNA

ইথিওপিয়ায় ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠান উদযাপন

22:04 - November 21, 2012
সংবাদ: 2452815
রাজনৈতিক বিভাগ: ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের প্রথম দশ দিনের বিশেষ শোকানুষ্ঠান, ইথিওপিয়ান মুসলমান এবং এদেশে বসবাসকৃত ইরানী অধিবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বিশেষ শোকানুষ্ঠান এদেশের মুসলিম অধিবাসী এবং ইরানী অধিবাসীদের উপস্থিতিতে প্রতি রাত্রে ইরানী দূতাবাসের নামাজখানায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে আয়াত এবং জিয়ারতে আশুরা পাঠ করা হয়।
অতঃপর 'আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে'র শিক্ষক‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জারে’ আশুরার শিক্ষার আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেন।
এছাড়াও ইথিওপিয়ায় পাকিস্তান এবং ভারতীয় মুসলমানদের জন্য নিজস্ব হোসাইনিয়াতে ইমাম হোসাইন (আ.)এর স্মরণে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
1140918
captcha