ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাজাকিস্থানে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার জানিয়েছেন, কাজাকিস্থানের আলমাটি এবং অসতানে শহরে ইরানী, অজারবাইজানী এবং আফগানিস্তানীদের উপস্থিতিতে ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠান উপযাপিত হচ্ছে।
প্রতিরাত্রে কোরআন তেলাওয়াত এবং জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ইমাম হোসাইন (আ.)এর জীবনির আলোকে বক্তৃতা পেশ করা হয়।
এই শোকানুষ্ঠান মহরম মাসের প্রথম দিন থেকে ১৩ই মহরম পর্যন্ত অব্যাহত থাকবে।
1141216