IQNA

মস্কোয় ইমাম হোসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী পালন হচ্ছে

14:31 - November 22, 2012
সংবাদ: 2453021
রাজনৈতিক বিভাগ: মহরম মাস আগমনে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে মস্কোয় বসবাসকৃত অজারী’রা এ শহরের জামে মসজিদে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করেছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান পয়লা মহরম থেকে শুরু হয়েছে। প্রতিদিন মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত এবং জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হয়। অতঃপর ইমাম হোসাইন (আ.)এর জীবনীর আলোকে বিশেষ বক্তৃতা পেশ করা হয়। মাতম এবং মর্সিয়া পাঠ করা হয়।
মস্কোয় ইমাম হোসাইন (আ.)এর এই শোকানুষ্ঠান ১৩ই মহরম পর্যন্ত অব্যাহত থাকবে।
মস্কোয় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের উদ্যোগে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আহলে বায়েত প্রেমী ইরানী মর্সিয়া পাঠক এই অনুষ্ঠানে মর্সিয়া পাঠ করছে।
1141445
captcha