IQNA

ইমাম হোসাইন (আ.) নিজের রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করেছেন

8:49 - November 24, 2012
সংবাদ: 2453294
রাজনৈতিক বিভাগ: ভারতের নায় দিল্লির খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাহদাভি বলেছেন, ইমাম হোসাইন (আ.) নিজের রক্তের বিনিময়ে ইসলামকে জীবিত করেছেন।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচার সেন্টারে মহরম মাসে ৫ তারিখে ইমাম হোসাইন (আ.)এর শহীদ স্মরণে বিশেষ শোক সভার আয়োজন করা হয়।
এই শোক সভা জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হয়। অতঃপর ইমাম হোসাইন (আ.)এর স্মরণে আলী রেজা কাজভিই ‘বর্শার উপর মরুযাত্রাদল’ নামক কবিতা পেশ করেন। এবং নয়া দিল্লির বিশিষ্ট খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাহদাভি বিশেষ বক্তৃতা পেশ করেন, তার নিজের বক্তৃতায় বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর ওফাতের পর এজিদের শাসন আমলে ইসলামের পরিবর্তন এবং প্রবর্তিত (বেদয়াত) হওয়ার হাত থেকে ইমাম হোসাইন (আ.) তাঁর নিজের রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করেছেন।
উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইমাম হোসাইন (আ.)এর শহীদ স্মরণে মর্সিয়া এবং নওহা পাঠ করা হয়।
1142542

captcha