IQNA

আফগানিস্তানের প্রেসিডেন্ট ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠানে মনোনিবেশ

17:54 - November 29, 2012
সংবাদ: 2455627
রাজনৈতিক বিভাগ: আফগানিস্তানের প্রেসিডেন্ট ‘হামিদ কারজাই’ ২৪শে নভেম্বর তথা শনিবারে, এদেশের রাজধানী কাবুলের ‘কাহরেমানে কারবালা’ মসজিদে অনুষ্ঠিত ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রেসিডেন্ট ‘হামিদ কারজাই’ এই শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী বাচ্চাদের সান্ত্বনা প্রকাশ করে বলেন, আমাদের কারবালা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়াও আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, কাবুলে অনুষ্ঠিত আশুরার অনুষ্ঠান সম্পূর্ণ শান্তি ও নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এদেশের বিভিন্ন জায়গায় ইমাম হোসাইন (আ.)এর শহীদের স্মরণে নিরাপত্তার সহিত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1144283
captcha