IQNA

ইউক্রেনে ইমাম হোসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান

0:05 - November 30, 2012
সংবাদ: 2455671
সামাজিক বিভাগ: ইউক্রেনের রাজধানী কিয়েভে আহলে বায়েত প্রেমীদের উদ্যোগে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের শহীদ স্মরণে বিশেষে শোকানুষ্ঠান ১৬ই নভেম্বর তথা পয়লা মহরমে শুরু হয়েছে এবং ২৮শে নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।
এই শোকানুষ্ঠান ইউক্রেন আহলে বায়েত সংস্থার উদ্যোগে এদেশের শিয়া এবং আহলে বায়েত প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠান জিয়ারতে আশুরা পাঠ করার পর ইমাম হোসাইন (আ.)এর কারবালার বিপ্লবের আলোকে বিশেষ বক্তৃতা পেশ করা হয় এবং পরবর্তীতে কিয়েভে শহরে শোক মিছিল বের করা হয়।
1144471
captcha