ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আদাম বিগ’ মসজিদের শত বছর পূর্তি উপলক্ষে ২৮শে নভেম্বরে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উৎসব অনুষ্ঠানে আলবেনিয়ার মুসলিম কমিটির সচিব ‘আলী জায়ীমি’, তুরস্কের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘বাকির বুজাদাগ’ এবং এদেশের মুসলিম কমিটির সদস্যবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং মেহমানেরা উৎসব অনুষ্ঠানের শেষে ‘আদাম বিগ’ মসজিদটি পরিদর্শন করেন। ‘আলী জায়ীমি’ এই মসজিদ নির্মাণকাল সম্পর্কে সঙ্গে মেহমানদের জ্ঞাত করেন। এই মসজিদ পরিদর্শনের সময় ‘বাকির বুজাদাগ’ এই মসজিদ পুনর্নির্মাণ এবং অন্যান্য মসজিদ নির্মাণ কাজে সহায়তা করবে বলে জানিয়েছেন।
1145199