IQNA

দাগস্থানে ওয়াহাবি কর্তৃক ধর্মীয় ওলামা হত্যা!

2:49 - December 02, 2012
সংবাদ: 2456692
সামাজিক বিভাগ: দাগস্থানে বিগত ১৪ বছরে ধরে ওয়াহাবি এবং সালাফিরা ৩৮ জন ধর্মীয় ওলামা হত্যা করেছে!
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দাগস্থানে ওয়াহাবি এবং সালাফি কর্তৃক এদেশের ধর্মীয় ওলামাদের হত্যার পরিসংখ্যান, মুসলিম ধর্মিয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।
দাগস্থানের রাষ্ট্রপতি ‘মোহাম্মাদ সেলিম মোহাম্মাদ ওফ’ সম্প্রতি এদেশের বিশিষ্ট ওলামা এবং ধর্মীয় নেতা ‘জনাব শেখ স্যাইয়েদ আফানদি’র হত্যার ব্যাপারে জানান, বিগত ২০ বছর ধরে এদেশে ইসলাম ধর্মের অনুসারী, সালাফি এবং ওয়াহাবিদের মধ্যে দ্বন্দ্ব থাকার দরুন ৩৮ জন ধর্মীয় ওলামা হত্যা হয়েছে।
রাষ্ট্রপতি এদেশের মুসলমানদের নিকট ঐক্যের প্রত্যাশা করে বলেছে, আমাদের সন্ত্রাস প্রতিরোধ করতে হবে এবং ওলামা হত্যা বন্ধ করতে হবে।
1145174

captcha