মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ধর্ম এবং সরকার’ নামক আন্তর্জাতিক সম্মেলন এদেশের যুব সংগঠনের সহযোগিতায় ১৯শে ডিসেম্বর শুরু হবে এবং ২১শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
বর্তমান বিশ্বে ধর্ম এবং সরকারের মধ্য সম্পর্ক প্রসারের বিভিন্ন পন্থা, বিভিন্ন অভিজ্ঞতা বণ্টন এবং বিশ্বের বিভিন্ন ধর্ম সমূহের অনুসারীদের একত্রীকরণ ছাড়াও অন্যান্য বিষয়বস্তু এই আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা করা হবে।
এছাড়াও এই সম্মেলনে ধর্মীয় ওলামাবৃন্দ ও চিন্তাবিদ, রাজনৈতিক বিদ, অজারির বিভিন্ন বিশেষজ্ঞমণ্ডলী, ককেশাস্পর্বত বিশেষজ্ঞ, ঐতিহাসিক বিদ, দেশী ও বিদেশী পণ্ডিত মহোদয় এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
1148903