‘BahrainRights’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইন মানবাধিকার সেন্টার আরও জানিয়েছে, চলতি মাস তথা ডিসেম্বরে অলে খলিফার সামরিক বাহিনীরা চারটি শিয়া মসজিদ ভেঙ্গেছে। এই মসজিদগুলো ২০১১ সালের বিপ্লবের সময় প্রথম ভাঙ্গা হয়েছিল। এই মসজিদগুলো পুনর্নির্মাণ করছিল। অলে খলিফার সামরিক বাহিনী কোন বিজ্ঞপ্তি ছাড়াই বুলডোজারের মাধ্যমে পয়লা ডিসেম্বরে ‘হামাদ’ শহরের শিয়াদের চারটি মসজিদ ধ্বংস করেছে।
এদেশে ধ্বংসপ্রাপ্ত ৩৫টি মসজিদ পুনর্নির্মাণ কারা হচ্ছিল। যার মধ্যে এই চারটি মসজিদ ছিল। বাহরাইন এবং ডেমোক্রেসির মধ্যে সংঘাতের কারণে এই ৩৫টি মসজিদ ধ্বংস করা হয়েছিল।
যদিও বাহরাইন সরকার এই মসজিদগুলো পুনর্নির্মাণের অঙ্গীকার করেছিল, কিন্তু স্থানীয় নাগরিক কর্তৃক মসজিদগুলো পুনর্নির্মাণ কর্ম শুরু হওয়ার পর বাহরাইনের শাসন বাহিনী আবার এই মসজিদগুলো ধ্বংস করছে।
অলে খলিফার সামরিক বাহিনী ইমাম সাজ্জাদ (আ.) মসজিদ, ফাদাক আল জাহরা মসজিদ, আবু-তালিব মসজিদ এবং ইমাম হাসান আসকারী মসজিদ ধ্বংস করেছে।
এ পর্যায়ে বাহরাইন মানবাধিকার সেন্টারের কর্তৃপক্ষ এদেশের সরকারি কর্মকর্তার নিকট মসজিদ ভাঙ্গা অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।
1152692