IQNA

ব্রিটিশ মুসলমানদের সহযোগিতায় পুরাতন গির্জা মসজিদে রূপান্তর

0:24 - December 16, 2012
সংবাদ: 2464226
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনে ইসলাম বিরোধী দল থাকা সত্ত্বেও ‘শারঅফশির’ শহরের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ১৯ শতকের একটি পুরাতন গির্জা, মসজিদে পরিবর্তন করা হয়েছে।

‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনে প্রকাশিত ‘Shropshire Star’ সংবাদপত্রে ১৪ই ডিসেম্বরে একটি বিবৃত্তিতে উল্লেখ করেছে, প্রোটেস্ট্যান্ট নামক এই গির্জায় ‘শারঅফশির’ শহরের স্থানীয় মুসলমানেরা সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অনুমতি নেই।

এমতাবস্থায় উত্তর আয়ারল্যান্ড এবং ব্রিটিশের সবথেকে বড় দল ‘ব্রিটিশ ন্যাশনাল পাটি’ (BNP) ‘শারঅফশির’ শহরে নাগরিকদের কাছে এই মসজিদ রূপান্তরে, প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে এবং এটাকে আসবাবপত্র বিক্রয়ের জন্য দোকান বানানোর প্রস্তাব দিয়েছে।
‘শারঅফশির’ কাউন্সিল ১১ই ডিসেম্বরে প্রোটেস্ট্যান্ট গির্জা, মসজিদে পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা জানিয়েছে।‌

উল্লেখ্য যে, ব্রিটেনে প্রায় ২০ লাখেরও অধিক মুসলমান বসবাস করে এবং ২০০৫ সালে লন্ডনে সন্ত্রাসীরা বোমাবর্ষণ করলে এদেশের মুসলমানেরা চাপের সম্মুখীন হয়।
1153809
captcha