IQNA

আজারবাইজানে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর উপলক্ষে সরকারী বন্ধের ঘোষণা

2:32 - December 20, 2012
সংবাদ: 2467110
সামাজিক বিভাগ: আজারবাইজানে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধের ঘোষণা ১৮ই ডিসেম্বরে এদেশের জাতীয় সংসদ থেকে গৃহীত হয়েছে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজারবাইজানে বিগত বছরগুলোই ঈদুল আযহা এবং ঈদুল ফিতর উপলক্ষে কোন বন্ধ ছিল না। কিন্তু এ বছর জাতীয় সংসদ থেকে মুসলমানদের সবথেকে বড় উৎসব অনুষ্ঠান ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ২০১৩ সালে এদেশে ঈদুল ফিতর উপলক্ষে ৭ম ও ৮ম আগস্ট এবং ঈদুল আযহা উপলক্ষে ১৩ই ও ১৪ নভেম্বর সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই আইন আজারবাইজানের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রয়োগ করা হয়েছে।
1156533
captcha