IQNA

ইতালির দক্ষিণাঞ্চলে সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

20:26 - December 20, 2012
সংবাদ: 2467301
আন্তর্জাতিক বিভাগ: ইতালির দক্ষিণাঞ্চলে সিসিলি দ্বীপের ‘সালেমি’ শহরে ১৭ই ডিসেম্বর সকালে এদেশের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘businessnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মসজিদুর রহমান’ নামক এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান তিউনিসিয়ার ধর্ম মন্ত্রী নুরুদ্দিন আল-খাদেমী, হেজবুল নেহজাত সংস্থার ভাইস প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ, বিভিন্ন ইসলামী দেশের এমবাসার এবং সিসিলি দ্বীপের স্থায়ী বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
তিউনিসিয়ার ধর্ম মন্ত্রী নুরুদ্দিন আল-খাদেমীর মূল্যবান বক্তৃতার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে উপস্থিত দর্শক মণ্ডলী ‘আল্লাহু আকবার’ শ্লোগানের বলতে বলতে মসজিদের ভিতর প্রবেশ করেন।
স্থায়ী বাসিন্দারা এই মসজিদের জন্য ২০০৯ সালে আবেদন করে এবং এ মসজিদের নির্মাণ কাজ ২০১০ সালে শুরু হয় ও ২০১২ সালে এ মসজিদ নির্মাণ কাজ শেষ হয়।
উল্লেখ্য যে, এ উদ্বোধনি অনুষ্ঠানে মরক্কো,আলজেরিয়া, সৌদি আরব, কাতার সহ অন্যান্য মুসলিম দেশের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিল।
1156077
captcha