মিশরে প্রকাশিত ‘আল-এহরাম’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল ২১শে ডিসেম্বর তথা
মুসলিম ব্রাদারহুড ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রধান ‘মোদহাতুল হাদাদ’ বলেছে, এই মিছিলের মূল উদ্দেশ্য ইসলাম বিদ্বেষীরা যেন কোন মসজিদ অবমাননা করতে না পারে এবং কোন খতিবকে যেন অপমান না করতে পারে।
আলেকজান্দ্রিয়া শহরে মুসলিম ব্রাদারহুড ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির মুখপাত্র ‘আনসুল কাজী’ একটি বিবৃতিতে জানিয়েছে, মিশরে জঙ্গি বাহিনী এবং আল-দাসতুর দল, মুসলিম ব্রাদারহুড ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির উপর আক্রমণ এবং মসজিদ, ধর্মীয় ওলামা ও মসজিদের ইমামকে অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
1157342