‘আল-আলম সংবাদ সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রিয়াদ, দামাম এবং কাসিম শহরের জনতারা রাজনৈতিক বন্দিদের সমর্থনে ব্যাপক বিক্ষোভ মিছিলে সমবেত করেছে।
বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে নিজেদের সন্তানদের মুক্তির দাবী করেছে।
বিক্ষোভকারীরা এদেশের নাগরিকদের কোন বিচার ছাড়াই বন্দী করার অভিযোগ করে নিন্দা প্রকাশ করেছে এবং বন্দীদের অবিলম্বে নিঃশর্ত ভাবে মুক্তির আহ্বান জানিয়েছে।
দামাম, বারিদাহ এবং আল-কাসিম শহরে বিক্ষোভ চলাকালীন সময় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিবেষ্টিত ছিল।
বিক্ষোভকারীরা মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে, অলে সৌদি সামরিক বাহিনীর গ্রেফতার কর্ম বন্ধ এবং বন্দীদের যেন শীঘ্রই মুক্তি প্রদান করা হয়।
1158038