IQNA

ফ্রান্সে ‘মুসলিম পরিবার’ নামক সেমিনার অনুষ্ঠিত হবে

1:22 - December 25, 2012
সংবাদ: 2469631
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ‘মৌরো’ শহরের মসজিদ কমিটির পক্ষ থেকে ২৮শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ‘মুসলিম পরিবার’ নামক সেমিনার অনুষ্ঠিত হবে।

‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের উত্তরে অবস্থিত ‘ইল দ্যা ফ্রান্স’ প্রদেশে মৌরো শহরে মসজিদ কমিটির পক্ষ থেকে ২৮শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ‘মুসলিম পরিবার’ নামক সেমিনারের মাধ্যমে মুসলিম পরিবারের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এই সেমিনারে পরিবারের মূলনীতি, স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, পিতা-মাতার অধিকার, সন্তান লালন-পালন, প্রতিবেশীর অধিকার এবং যে সমস্যাগুলো পরিবারের জন্য ঝুঁকি স্বরূপ সেগুলো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

উল্লেখ্য যে, ইসলাম ধর্মে পরিবারের যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে।
1158834
captcha