‘abidjan’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আইভরি কোস্টের ইমামই উচ্চ কাউন্সিলারের মুখপাত্র ঘোষণা করেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র শুভ জন্মদিনের আগমনে ২৪শে জানুয়ারিতে আইভরি কোস্টের মুসলিম সম্প্রদায় বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করবে।
তিনি মিলাদুন নবী উপলক্ষে বিশ্ব বাসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মিলাদুন নবী উপলক্ষে আসন্ন উৎসব অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হবে।
হযরত মোহাম্মাদ (সা.)এর বরকতে বেলায়েত দিবসে আইভরি কোস্টে সহকারে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ঈদে মওলুদ হিসেবে পরিচিত হবে এবং এই দিনে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা বিশেষ রীতিনীতি ও ধর্মানুষ্ঠান উদযাপন করবে।
1172783