
এতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিবিওর নীতিমালা ও শরিয়তের বিধি-বিধানের মধ্যে সমন্বয় করা হয়েছে।
প্রথম পর্যায়ে নতুন ব্যবস্থাপনার অধীনে দুটি সেবা চালু করেছে : ক. করজে হাসান (উপকারী ঋণ), খ. সীমিত হারে মুদারাবা সেবা। এর উদ্দেশ্য ব্যাংকিং খাতে ওমানি রিয়ালের তারল্য প্রবাহ বৃদ্ধি করা। পরিকল্পনা অনুসারে কেন্দ্রীয় ব্যাংক শরিয়াসম্মত সিকিউরিটিজের বিপরীতে তারল্য সরবরাহ করবে, যখন ব্যাংকগুলো শরিয়াসম্মত খাতে বিনিয়োগ করবে।
পরিষেবাটি ইসলামিক ট্রেজারি বিল ও সুকুকসহ সরকারি সিকিউরিটিজ ইস্যুকে সহজতর করবে এবং পরবর্তী ধাপে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ করবে। সিবিও কর্মকর্তাদের দাবি—মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এটাই প্রথম ব্যবস্থাপনা, যা শরয়ি বিধান মেনে আর্থিক ও রাজস্ব নীতির সমর্থনে তারল্যসেবা প্রদান করবে।
এই উদ্যোগ সিবিওর ২০২২ সালের ডিসেম্বরে নেওয়া একটি উদ্যোগের ধারাবাহিকতার অংশ, যাতে ইসলামী ব্যাংকগুলোর জন্য শরিয়াসম্মত উপায়ে মার্কিন ডলার বিনিয়োগ ব্যবস্থাপনা চালু করা হয়েছিল। ধারাবাহিক উদ্যোগুলো ইসলামী অর্থনীতিতে উদ্ভাবনের রাষ্ট্রীয় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
সূত্র : গালফ নিউজ