IQNA

‘ইসলামভীতি প্রচারে পশ্চিমাবিশ্বের ভূমিকা’ শীর্ষক সেমিনার পাকিস্তানে অনুষ্ঠিত

23:11 - January 21, 2013
সংবাদ: 2484105
সাংস্কৃতিক বিভাগ : ‘ইসলামভীতি প্রচারে পশ্চিমাবিশ্বের ভূমিকা’ শীর্ষক সেমিনার গতকাল ২০শে জানুয়ারী লাহোরের কুরআন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের তানযীমে ইসলামি সংস্থার প্রধান হাফেজ আকেফ সাঈদ বলেন, জায়নবাদীরা বিশ্বে ইসলামভীতি প্রচারের পেছনে অন্যতম বৃহত কারণ, কেননা ইসলামের নির্দেশ ও শিক্ষা হচ্ছে জায়নবাদীদের নীতিবিরোধী।
হাফেজ আকেফ সাঈদ বলেন : জায়নবাদীরা বিশ্বে ইসলামভীতি ও ইসলামের বিরোধীতার ঝড় তুলেছে এবং ইসলাম ধর্মের প্রতি আকিদা পোষণকারীদেরকে সন্ত্রাসী হিসেবে বিশ্বের সম্মুখে পরিচয় করছে। আর তারা এ অন্যায় চিন্তাধারাকে তাদের নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমের মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে উপস্থাপন করছে।
তিনি বলেন : বর্তমানে ইসলামভীতি পশ্চিমা বিশ্বে বৃহত এক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এ বিষয়টি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানদের জন্য ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে।
তিনি আরো বলেন : মুসলমানদের সাথে পশ্চিমা গণমাধ্যমের আচরণ সত্যিই অপছন্দনীয়। ১১ই সেপ্টেম্বরের হামলার পর ইসলামভীতি বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদরা এ ঘটনাকে মুসলিম দেশসমূহের উপর হামলা এবং মুসলমানদেরকে হত্যার বাহানা হিসেবে ব্যবহার করছে।#1175122
captcha