IQNA

ইকনা- বৈরুতে শহীদ হাসান নাসরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে লেবাননের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

21:36 - September 26, 2025
সংবাদ: 3478133
ইকনা- লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম, শহীদ হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈরুতে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের সরকারি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে নওয়াফ সালাম বৈরুতের ‘আল-রুশা’ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

নওয়াফ সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় লিখেছেন, “এই ঘটনায় বৈরুত গভর্নর অফিস থেকে প্রদত্ত অনুমতিপত্রের শর্তাবলী স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। সেই অনুমতিতে উল্লেখ ছিল যে আল-রুশা শিলায় স্থল, সমুদ্র বা আকাশপথে কোনো ধরনের আলোকসজ্জা এবং সেখানে কোনো ছবি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।”

 

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ন্যূনতম পর্যায়েও যা ঘটেছে, তা আয়োজক ও তাদের সমর্থকদের—including হিজবুল্লাহ—প্রদত্ত অঙ্গীকার ভঙ্গের শামিল এবং এটি নতুন একটি লঙ্ঘন, যা সরকারের ও দেশের সরকারি প্রতিষ্ঠানের কাছে তাদের বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলতে পারে।

 

তিনি স্বরাষ্ট্র, বিচার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন অনুষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

 

উল্লেখ্য, হিজবুল্লাহ সমর্থকরা শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহ ও তাঁর সাথীদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈরুতের আল-রুশা শিলা প্রান্তে সমবেত হন। এসময় শিলাটি হিজবুল্লাহর প্রয়াত মহাসচিবের ছবিতে আলোকিত করা হয়।

 

অনুষ্ঠানে হিজবুল্লাহ সমর্থকরা হিজবুল্লাহর পতাকা, লেবানন ও ইরানের পতাকা এবং শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহ ও সায়েদ হাশিম সাফিউদ্দিনের ছবি উড়িয়েছেন। 4307160#

 

captcha