IQNA

ইরানে হামলার পরিণতি হবে ভয়াবহ : রুশ পররাষ্ট্রমন্ত্রী

16:16 - January 24, 2013
সংবাদ: 2485480
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর যে কোনো হামলার পরিণতি হবে ভয়াবহ। রাজধানী মস্কোয় বার্ষিক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ল্যাভরভ আরো বলেন, "ইরান ইস্যুতে আমরা বহুবার বলেছি, বল প্রয়োগ কিংবা ইরানের পরমাণু স্থাপনায় সামরিক অভিযান চালিয়ে দেশটির পরমাণু সংকট সমাধানের চেষ্টা হলে তা সত্যিই বিপজ্জনক হয়ে উঠবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা আশা করি হামলার ধারণা কখনই বাস্তবায়ন করা হবে না এবং বিশ্বের বেশিরভাগ দেশ এমন আশাই করে। আশা করি বাস্তবেই আমরা এ ধরনের পরিণতি এড়াতে সক্ষম হব।"

নানা সমস্যা সমাধানে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে ল্যাভরভ তেহরানের ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, "ইরান হচ্ছে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং ইরান ছাড়া এ অঞ্চলে অনেক কিছুই কল্পনা করা যায় না।"

ল্যাভরভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরাক ও আফগানিস্তানে সমস্যায় পড়ে আমেরিকা ইরানের সঙ্গে বৈঠকে বসতে দ্বিধা করেনি কিন্তু সিরিয়া বিষয়ক সংলাপে তেহরানের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে। আমেরিকার এ দ্বিমুখী অবস্থান নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন।#রেডিও তেহরান
captcha