IQNA

বাকুতে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.)

12:45 - January 26, 2013
সংবাদ: 2486250
সামাজিক বিভাগ: আজারবাইজানের রাজধানী বাকুতে ‘ধর্মীয় অ্যাডমিনিস্ট্রেশন মুসলিম ককেশাসে’র পক্ষ থেকে শবনাম নামক মাদ্রাসাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৫শে জানুয়ারি বাকু শহরে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উৎসব অনুষ্ঠানে ‘ধর্মীয় অ্যাডমিনিস্ট্রেশন মুসলিম ককেশাসে’র প্রতিনিধিবর্গ, বাকু শহরের মেয়র এবং শবনাম নামক মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এবং পরবর্তীতে ‘ধর্মীয় অ্যাডমিনিস্ট্রেশন মুসলিম ককেশাসে’র প্রধান কামার জাওয়াদেলী তার নিজের বক্তৃতায় হযরত মোহাম্মাদ (সা.)এর বরকতময় জীবনীর আলোকে মূল্যবান উক্তি পেশ করেন।

এছাড়াও এই অনুষ্ঠান বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর প্রশংসায় ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় এবং সর্বশেষে বিশ্বের মুসলমানদের জন্য প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
1177469
captcha