বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘মহানবী (স.) এর অনুসরণ’ শীর্ষক এক আলোচনা সভায় এদেশের আলেম ও ধর্মীয় চিন্তাবিদগণ এ আহবান জানিয়েছেন। এ আলোচনা সভা গত রবিবার -২৭শে জানুয়ারী- পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর শহরের মুহাম্মাদী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের আঞ্জুমান-এ আহলুস সুন্নাতের সভাপতি জনাব ফজলুর রহমান বিন মুহাম্মাদ বলেন : মুসলমানদের উচিত সতর্ক থাকা; কেননা শত্রুরা তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলমানদের ঐক্য ও সংহতি ধ্বংসের পেছনে উঠেপড়ে লেগেছে। তারা তাদের কুউদ্দেশ্যে পৌঁছতে যে কোন প্রকার ষড়যন্ত্র করতে তারা দ্বিধা করবে না।
মুসলমানদের উচিত তাদের মাঝে বিদ্যমান যৌথ বিষয়গুলি বিশেষতঃ পবিত্র কুরআনের শরণাপন্ন হয়ে ঐক্য ও সংহতি রক্ষা করা –এ কথা উল্লেখ করে তিনি বলেন : মুসলমানদের ঐক্যের কারণে শত্রুরা কখনই মুসলিম উম্মাহ’র মাঝে বিভেদ সৃষ্টি করতে সক্ষম হবে না।
তিনি বলেন : জনগণের মাঝে মহানবী (স.) এর জীবন-চরিতের প্রচার ও প্রসার ঘটানোর ক্ষেত্রে ওলামাগণ ও ধর্মীয় চিন্তাবিদগণ দায়িত্বশীল। কেননা মুসলমানরা ইসলামের প্রকৃত বিষয়াদি হতে অবগত হওয়ার মাধ্যমে মহানবী (স.) কে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে এবং ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।#1179181