বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের শিয়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আরেফ হুসাইন ওয়াহেদী গত রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে বলেন : মহান আল্লাহ’র কিতাব এবং মহানবী (স.) এর আহলে বাইত হচ্ছে শিয়া ও সুন্নি মাযহাবের ঐক্যের কেন্দ্রবিন্দু। যতদিন পর্যন্ত মানুষ এ দু’টি মূল্যবান বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন হেদায়েত ও সত্য পথ হতে বিচ্যুত হবে না।
হুজ্জাতুল ইসলাম ওয়াহেদী বলেন : মহান আল্লাহর কিতাবের প্রতি আকিদা পোষণ ও আমল করা এবং মহানব (স.) ও তাঁর আহলে বাইত (আ.) এর সীরাতকে অনুসরণ করা মুসলিম সমাজের সংহতির কারণ স্বরূপ। আর ইসলাম মুসলমানদেরকে বিভেদ-বিচ্ছেদ ও মদ্বৈততা এড়িয়ে ঐক্য ও সংহতি রক্ষার প্রতি গুরুত্বারোপ করে।
তিনি ইমাম খোমেনী (রহ.) এ স্মৃতিচারণ করে তাঁর প্রসিদ্ধ উক্তিটি এভাবে উল্লেখ করেন যে, তিনি বলেছেন : ‘যারাই শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদের মাঝে বিভেদের জন্ম দেয় তারা না শিয়া না সুন্নি, বরং তারা ইসলামের শত্রু’। তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্র চিহ্নিত করে তা নস্যাত করে দেওয়া এবং ঐক্যকে শক্তিশালী করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন : বর্তমান সময়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির কুউদ্দেশ্যে ইসলামের বিপক্ষে শত্রুরা ষড়যন্ত্র করছে। কেননা তারা জানে যে, শুধুমাত্র এ পন্থার মাধ্যমে ইসলামি দেশসমূহে লুটতরাজ অব্যাহত রাখতে পারবে এবং নিজেদের কুউদ্দেশ্যে পৌঁছুতে পারবে।#1179489