কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কোরআনগুলো ইসলামিক মন্ত্রণালয়, দাতব্য প্রতিষ্ঠান এবং সৌদি আরবের প্রচার ও সংস্কৃতি প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টলে পৃথিবীর পরিচিতি ও অপরিচিত চল্লিশটিরও অধিক ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন শরীফ উপস্থাপন করা হয়েছে।
ফরাসি, রাশিয়ান, চীনা, কোরিয়ান, জার্মান, গ্রিক, উর্দু, ফুলানই, আজারি, আমাজিঘী, জুলু এবং হুসা ভাষা সহ অন্যান্য ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন এই মেলায় উপস্থাপন করা হয়েছে।
মিশরে ৪৪তম আন্তর্জাতিক বই মেলা ২৩শে জানুয়ারি থেকে ৬ষ্ঠ ফেব্রুয়ারি পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে।
1179239