বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জার্মানী’র মুসলিম যুবকদের বিষয়ে বিদ্যমান প্রচলিত দৃষ্টিভঙ্গী পরিবর্তনের লক্ষ্যে এ সম্মেলন আয়োজিত হচ্ছে।
এতে ইউখেন মুলার ‘একনজরে জার্মানীর মুসলিম যুবকদের সংস্কৃতি’ এবং জার্মানী’র ফেডারেল পার্লামেন্টের সদস্য আইডান উযগুস ‘ইসলাম ও মুসলিম যুবসংস্কৃতির সাথে রাজনৈতিক আচরণ’ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখার কথা রয়েছে।#1180263