সর্বোচ্চ নেতার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আসন্ন ফজর দশক এবং ইসলামি বিপ্লবের প্রায়াত মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী আজ সকালে ইমাম খোমেনী (রহ.) এর মাজারে উপস্থিত হন।
ইরানের সর্বোচ্চ নেতা, ইসলামি বিপ্লবের মহান নেতার মাজারে সূরা ফাতেহা পাঠ করে তাঁর স্মৃতি চারণ করেন।
এরপর তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের শহীদদের মাজারে উপস্থিত হয়ে মহান আল্লাহর নিকট তাদের আত্মার মাগফেরাত ও তাদের সুউচ্চ মর্যাদার প্রার্থনা করেন।#1180133