IQNA

বৃটেনে প্রতি বছর ৫০০০ বৃটিশ ইসলাম ধর্ম গ্রহণ করছে

18:37 - January 31, 2013
সংবাদ: 2489033
সাংস্কৃতিক বিভাগ : সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে বৃটেনে প্রতি বছর কমপক্ষে ৫ হাজার নারী পুরুষ নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করছে।
Ukbdnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তাদের নাম পরিবর্তনসহ চাকুরী কিংবা কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই করে যাচ্ছে।
ইসলাম ধর্ম গ্রহণকারীদের ৭৫ শতাংশই নারী আর অর্ধেকেরও বেশী হচ্ছে বৃটিশ শ্বেতাঙ্গ।
পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার জাই কেম্প ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে ক্যাথলিকও যাওয়া বন্ধ করে দিয়েছে। জাইনি কেম্প বর্তমানে হিজাব পরেই তার সহকর্মীরা তার এই পরিবর্তনকে সহজেই মেনে নিয়েছে বলে সে জানায়।
অপরদিকে গ্লাসকো এলাকায় বসবাসকারী মিডিয়া বিষয়ে অধ্যয়নরত ২০ বছর বয়সী আলান বকলী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অবশ্য এটি তা করেছে তার বিয়ের পর। ২০১২ সালে আব্দুল নামের এক মুসলিমকে বিয়ে করার মাধ্যমে সে ইসলাম ধর্ম গ্রহণ করে।#
captcha