আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয় এবং পরবর্তীতে এদেশের বিশিষ্ট ওলামা শেখ আবু বাকর হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
শেখ আবু বাকর তার নিজের বক্তৃতায় বলেছেন, পৃথিবীর বুকে একমাত্র পরিপূর্ণ মানুষ হচ্ছে হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.)। হযরত মুহাম্মাদ (সা.) নবুওয়ত প্রাপ্ত হয়েছে মাকারেমুল আখলাক উম্মতের মধ্যে পরিপূর্ণ করতে।
তিনি আরও বলেন, এদেশের বিভিন্ন গোত্র আহলে বায়েত পথে ধাবিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে হযরত মুহাম্মাদ (সা.) এবং আহলে বায়েতের শানে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়।
এই অনুষ্ঠান জারিয়া শহরে ২৮শে জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় এদেশের বিশিষ্ট ওলামা, ইসলামী চিন্তাবিদ, শিয়া ও সুন্নি মাজহাবের সম্মানীয় ব্যক্তিত্বমণ্ডলী এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1180281