আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মাদাগাস্কারে অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইসমাইল ফারীনিয়া’ এক বিবৃতিতে জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে মাদাগাস্কারের ইসলামিক এবং কুরআনিক বিজ্ঞানের শিক্ষক মণ্ডলী এদেশের জনগণের মধ্যে আহলে বায়েতকে (আ.) পরিচয় করানোর উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে চলেছে।
তিনি পুনর্ব্যক্ত করে বলেছেন, ধর্মীয় শিক্ষকদের সম্মান প্রদর্শনের এই অনুষ্ঠান এদেশের বিশিষ্ট ক্বারি ‘মেহদী রিফানের’ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এবং পরবর্তীতে ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইসমাইল ফারীনিয়া’ তার নিজের বক্তৃতায় ইসলামে শিক্ষকের মর্যাদা, শিক্ষকদের সম্মান প্রদর্শন এবং পবিত্র কোরআনের দৃষ্টিতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর নৈতিক গুণাবলীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে মাদাগাস্কারে অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার অন্তর্ভুক্ত ১২ জন শিক্ষকে মূল্যবান পুরস্কার অনুদান করা হবে।
উক্ত অনুষ্ঠান, এদেশের ওলামা, শিক্ষকমণ্ডলী, ইসলামিক চিন্তাবিদ এবং মাদাগাস্কারের অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
1181342