আন্তর্জাতিক বিভাগ: ইরানের ৩৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে কিরগিজস্তানের ন্যাশনাল লাইব্রেরিতে সাহিত্য, শিল্প, ইতিহাস, ধর্মীয় এবং ইরান পরিচিতি বিষয়ের উপর লিখিত ১২০০ খণ্ড বই অনুদান করা হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কিরগিজস্তানে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার উদ্যোগে কিরগিজস্তানের জাতীয় লাইব্রেরিতে সাহিত্য, শিল্প, ইতিহাস, ধর্মীয় এবং ইরান পরিচিতি বিষয়ের উপর ফার্সি, কিরগিজ, রাশিয়ান এবং ইংরেজি ভাষায় লিখিত ১২০০ খণ্ড বই অনুদান করা হয়েছে।
উল্লেখ্য যে, কিরগিজস্তানে শিক্ষার্থীদের অনুরোধে এদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচার কাউন্সিলার এই উদ্যোগ গ্রহণ করেছেন।
1184043