ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মস্কোয় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ‘আদ্দারুল হযরত আল-বেইক ওফে’র সহায়তায় ৪র্থ ফেব্রুয়ারিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনের শুরুতে ‘আদ্দারুল হযরত আল-বেইক ওফে’ আল্লাহর প্রতি ইমানের গুরুত্বারোপ করে বলেছেন, ইসলামের দৃষ্টিতে মানুষের রং, জাতি, বৃদ্ধ ও তরুণের মধ্যে কোন পার্থক্য নেই। বরং তাদের অবস্থান আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাসের ভিত্তিতে নির্ধারণ করা হবে। মানুষ শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে সকল কষ্ট থেকে পরিত্রাণ এবং সুখানুভব করতে পারে।
তিনি শেষপ্রান্তে, অংশগ্রহণকারীদের তাকওয়া এবং ইমানের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
1184592