IQNA

মালয়েশিয়ায় বিশ্ব ইসলামী অর্থনীতি এবং ঐক্যের আলোকে সম্মেলন

23:20 - February 09, 2013
সংবাদ: 2494092
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪‌‌‌র্থ ও ৫ম মার্চে বিশ্ব ইসলামী অর্থনীতি এবং ঐক্যের আলোকে সম্মেলন অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ান সংবাদ সংস্থা ‘Bernama’ এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন ‘মালয়েশিয়া চেম্বার অব কমার্সে’র পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, বক্তা, শিল্পী, বিজ্ঞানী এবং পণ্ডিতদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য বিশ্বে অর্থনীতির উন্নয়ন।

‘মালয়েশিয়া চেম্বার অব কমার্সে’র প্রধান সৈয়দ আলী আল-আতাস’ জানিয়েছেন, উক্ত সম্মেলনের মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক পর্যালোচনা করা হবে এবং মিশর, ইরাক ইয়েমেন সহ অন্যান্য ইসলামী দেশগুলোর পুনর্গঠনের ব্যাপারে ব্যাপক আলোচনা করা হবে।

তিনি আরও জানান, এই সম্মেলন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ‘মাহাতির মোহাম্মাদ’ এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান ‘আহমেদ মোহাম্মাদ আলী আল-মাদানি’র বক্তৃতার মাধ্যমে শুরু হবে।
1185709
captcha