IQNA

১৪ই ফেব্রুয়ারি হিজাব দিবস ঘোষণা করল পাকিস্তানি ওলামাবৃন্দ

23:24 - February 15, 2013
সংবাদ: 2496733
সামাজিক বিভাগ: পাকিস্তানের ধর্মীয় ওলামাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দরা শান্তি মিছিল উদযাপনের মাধ্যমে ১৪ই ফেব্রুয়ারি হিজাব দিবস ঘোষণা করেছে।

‘Asadullah Bhutto’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন ‘জামাতে ইসলামে’র নেতা জানিয়েছেন, এই শান্তি মিছিলের প্রধান উদ্দেশ্য পশ্চিমা ইসলামী বিশ্বরে ভিত্তিহীন সংস্কৃতির উন্নীত বিরোধিতা করা।

তিনি আরও জানিয়েছেন, এজন্য পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং ইসলামিক সংগঠন ১৪ই ফেব্রুয়ারি হিজাব দিবস ঘোষণা করেছে। তিনি মনে করেন, এই পরিকল্পনা বাস্তবায়ন মাধ্যমে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

‘জামাতে ইসলামে’র নেতা ‘আসাদুল্লাহ বুতু আরও জানান, মুসলমানেরা এই কর্মের মাধ্যমে ইসলামের শত্রুদের বিরোধিতা পোষণ করেছে এবং এই কর্মের মাধ্যমে ইসলামের শত্রুদের বুঝিয়ে দেবে ইসলামী সংস্কৃতি বিশেষ করে ইসলামী পোশাকের অনেক গুরুত্ব রয়েছে।
1188667

captcha