IQNA

‘হযরত লোকমানের প্রজ্ঞা’র বাছাইকৃত অংশ তাগালোগ ভাষায় প্রকাশিত

23:55 - February 16, 2013
সংবাদ: 2497414
সাংস্কৃতিক বিভাগ : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে ‘হযরত লোকমান (আ.) এর প্রজ্ঞা’র বাছাইকৃত অংশ তাগালোগ ভাষায় প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাছাইকৃত এ প্রজ্ঞাগুচ্ছ জনাব মাহমুদ তাজার কর্তৃক ফারসী হতে তাগালোগ ভাষায় অনূদিত এবং ১ হাজার কপি ছাপা হয়েছে।
বলাবাহুল্য, ইমাম সাজ্জাদ (আ.) এর অধিকার বিষয়ক সন্দর্ভ (রেসালাতুল হুকুক) অল্প দিনের মধ্যে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা এবং ইরানের সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক ফিলিপাইনি ভাষায় অনুবাদ ও প্রকাশিত হবে।#1189377
captcha