IQNA

লন্ডনে বিশ্ববিদ্যালয়ে নামাজখানা বন্ধ; প্রতিবাদ শিক্ষার্থীদের

21:18 - February 24, 2013
সংবাদ: 2501785
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে ‘সিটি বিশ্ববিদ্যালয়ে’র নামাজখানা হটাত করে বন্ধ হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে।
‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সিটি বিশ্ববিদ্যালয়ে’র শিক্ষার্থী শেখ ওয়াসেফ’ বিস্মিত হয়ে বলেছেন, আমি মনে করছি আমাদের প্রতি অবিচার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন উৎসব এবং শোক অনুষ্ঠান উপলক্ষে খুতবা প্রদানের কারণে বিশ্ব বিদ্যালয়ের কর্তৃপক্ষ অবিলম্বে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘সিটি বিশ্ববিদ্যালয়ে’র এই নামাজখানা কয়েক বছর আগে উদ্বোধন করা হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিচারমূলক এই কর্মের প্রতিক্রিয়ায় ‘বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে মুসলমানদের কণ্ঠ’ নামক একটি দল সংগঠন করেছে এবং পুনরায় এই নামাজখানা চালু করার দাবী করেন।

তারা জানিয়েছে, এই নামাজখানার সদর দরজা সকল শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে এবং বিশ্ব বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ও কর্মীরা অবাধে মুসলমানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

ব্রিটেনে প্রায় ২৫ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। মুসলিম কাউন্সিলারের পরিসংখ্যান অনুযায়ী, ৪ লাখ স্কুল শিক্ষার্থী এবং কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে।
1193717
captcha