IQNA

ভারতে হযরত ফাতেমা (আ.) এর উপর আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতার আয়োজন

23:59 - February 24, 2013
সংবাদ: 2501815
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা (সা. আ.) এর উপর আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা, ভারতের দৈনিক আভাধনামা’র উদ্যোগে শুরু হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা গত ৮ই ফেব্রুয়ারী হতে শুরু হয়েছে এবং আগামী ২৮শে ফেব্রুয়ারী সমাপ্ত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ মহানবী (স.) ও আহলে বাইত (আ.) এর হাদীস এবং ‘হযরত ফাতেমা যাহরা’র নৈতিক বৈশিষ্ট্য’, ‘কুরআন ও হাদীসের আলোকে নারী’ বিষয়ক গ্রন্থ হতে উপকৃত হয়ে নিজেদের প্রবন্ধ রচনা করতে পারবেন।
এছাড়া অংশগ্রহণকারীরা নারী অধিকার ও ভারতের ধর্মসমূহ, উর্দু ভাষায় নারীর মহত্ব, নারী ও পর্দা, ইসলাম ও পশ্চিমাবিশ্ব এবং প্রচার মাধ্যমে নারী ইত্যাদি বিষয় ভিত্তিক প্রবন্ধও রচনা করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে নিজেদের প্রবন্ধ avadhnamaday@gmail.com –এ প্রেরণ করতে পারবেন।
বলাবাহুল্য, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আগামী ৮ই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।#1193268
captcha