বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ স্মরণসভা লাহোরের ক্বারী কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এরপর উক্ত সংস্থার সহকারী প্রধান জনাব আমিন শাহিদী বলেন : নিহত ব্যক্তিত্বদের মজলুমিয়্যাতের কারণে পাকিস্তান সরকার এদেশের বিভিন্ন অঞ্চলের শত্রুদেরকে চিহ্নিত এবং তাদেরকে বিচারের জন্য গ্রেপ্তার করেছে।
এ স্মরণসভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের অপর সদস্যবৃন্দ জনাব আবুযার মাহদাভি, জনাব সৈয়দ হায়দার মুসাভী, জনাব হাসনাইন আরেফ, জনাব হায়দার আলী মীর্জা উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, পাকিস্তানের উগ্র সন্ত্রাসী সংগঠন লাশকারে ঝাংভী’র নেতা কয়েকদিন পূর্বে গ্রেপ্তার হয়েছেন।#1195027