IQNA

লাহোরে কোয়েটায় নিহতদের স্মরণসভা অনুষ্ঠিত

20:05 - February 26, 2013
সংবাদ: 2503062
সাংস্কৃতিক বিভাগ : পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে নিহতদের স্মরণসভা এদেশের পাঞ্জাব রাজ্যের লাহোর শহরের মুহাম্মাদি জামে মসজিদে ‘ওয়াহদাতে মুসলিমীনে পাকিস্তানে’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ স্মরণসভা লাহোরের ক্বারী কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এরপর উক্ত সংস্থার সহকারী প্রধান জনাব আমিন শাহিদী বলেন : নিহত ব্যক্তিত্বদের মজলুমিয়্যাতের কারণে পাকিস্তান সরকার এদেশের বিভিন্ন অঞ্চলের শত্রুদেরকে চিহ্নিত এবং তাদেরকে বিচারের জন্য গ্রেপ্তার করেছে।
এ স্মরণসভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের অপর সদস্যবৃন্দ জনাব আবুযার মাহদাভি, জনাব সৈয়দ হায়দার মুসাভী, জনাব হাসনাইন আরেফ, জনাব হায়দার আলী মীর্জা উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, পাকিস্তানের উগ্র সন্ত্রাসী সংগঠন লাশকারে ঝাংভী’র নেতা কয়েকদিন পূর্বে গ্রেপ্তার হয়েছেন।#1195027
captcha