ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফাতেমা গারিমের লিখিত ৫১ পৃষ্ঠা বিশিষ্ট ‘নারী এবং ইসলামি পারিবারিক জীবন’ বাইটি ‘মুনিসিন ইসলামী সেন্টারের [Islamisches Zentrum Münche] পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। বইটির ISBN-13: 978-3-89-263020-3 এবং এই বইয়ের মূল্য চার ইউরো নির্ধারণ করা হয়েছে।
‘নারী এবং ইসলামি পারিবারিক জীবন’ বইটির লেখিকা বলেছে, পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের দৃষ্টিতে লেখা এই বইটি জার্মানি মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে।
এই বইয়ের মূল বিষয়বস্তু, নারীর আধ্যাত্মিক অবস্থান, নারীর মেধার অবস্থান, নারী এবং পুরুষের সম্পর্ক, দায়িত্ব এবং অধিকার, ইসলামের দৃষ্টিতে বিবাহ, তালাক, উত্তরাধিকার, নারীর ভূমিকা এবং ইসলামী পোশাক।
1195593