IQNA

ক্যালিফোর্নিয়ায় ‘পবিত্র কোরআনের বানী, কল্যাণকর’ নামক বিশেষ প্রদর্শনী

1:08 - March 08, 2013
সংবাদ: 2507833
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের অকল্যান্ড শহরে ৮ম মার্চে ‘পবিত্র কোরআনের বানী কল্যাণকর’ নামক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘ICCNC’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী উত্তর ক্যালিফোর্নিয়ার ইসলামী সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে তিন সপ্তাহ ধরে একাধারে অব্যাহত থাকবে।

উক্ত প্রদর্শনীর মূল উদ্দেশ্য এদেশের জনগণকে পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত করানো এবং শিল্প ক্ষেত্রে পবিত্র কোরআনের ভুমিকা।

এই প্রদর্শনীতে আমেরিকান বিশিষ্ট শিল্পী মহোদয় তাদের শিল্পকর্ম উপস্থাপন করেছে।
1200151
captcha